আলিমের ফরম পূরণের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩
চলতি বছরের আলিম পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। । মাদরাসা শিক্ষা বোর্ডের ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। তবে বিলম্ব ফি দিয়ে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
আরও পড়ুন: শুরু হয়েছে ৭ কলেজের ভর্তি পরীক্ষা
এ বছরের আলিম পরীক্ষার ফরম পূরণে সর্বোচ্চ ফি দিতে হবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। এই বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৮৪০ টাকা। আর সাধারণ বিভাগ এবং মুজাব্বিদ ও মাহির বিভাগে শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ২ হাজার ৩৪০ টাকা।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা
সোনালী সেবার মাধ্যমে বিলম্ব ফিসহ ফরম পূরণের ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৪ জুলাই। এরপর আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে আলিম পরীক্ষা।
জেবি/এসবি