ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩
দেশে একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চারজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেলেন ৩৩ জন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছরের সর্বোচ্চ ৪৭৭ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে ১ হাজার ১৩৮ জনে দাঁড়ালো।
শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৪৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০২ জন ও ঢাকার বাইরের ৭৫ জন।
আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
এ বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ১ হাজার ২৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের প্রাণানি, হাসপাতালে ২০১
অপরদিকে, এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৬৩৭ এবং ঢাকার বাইরে ৭৯৫ জন।
জেবি/এসবি