বাসায় ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৩ পিএম, ১৭ই জুন ২০২৩

হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতাল ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে
তিনি টেলিফোনে জানান, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটু হয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন।”
এর আগে মঙ্গলবার (১৩ জুন) রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার (১২ জুন) রাতে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে তাকে এভারকেয়ার নেয়া হয়।