বাসায় ফিরছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতাল ছাড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে
তিনি টেলিফোনে জানান, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটু হয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছেন।”
এর আগে মঙ্গলবার (১৩ জুন) রাত থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর আগে সোমবার (১২ জুন) রাতে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে তাকে এভারকেয়ার নেয়া হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল
