সুদানের রাজধানীতে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৩


সুদানের রাজধানীতে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত ১৭
ছবি: সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমে এক বিমান হামলায়  পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি


প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলায় ২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।


আরও পড়ুন: সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে রবিবার


সুদানের সেনাবাহিনীর একজন শীর্ষ জেনারেল দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) বিরুদ্ধে হামলা বাড়ানোর হুমকি দেওয়ার একদিন পর এই বিমান হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।


আধাসামরিক বাহিনীর অভিযোগ, খার্তুমের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছে। যদিও সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


জেবি/এসবি