নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের

জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশায় একজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের প্রাণহানি হয়েছে। শনিবার (১৮ জুন) বিকালে জেলার পত্নীতলা উপজেলায় ৩ জন এবং পোরশায় একজনের মৃত্যু হয়েছে।
নিহতরা ব্যক্তিরা হলেন, পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খাদেমুল ইসলাম (৪৫), মো. মোতাহার হোসেন (৩৫), দিবর ইউনিয়নের ছোটমহারন্দী গ্রামের মাসুদ রানা (১৯) ও পোরশা উপজেলার নিতপুর সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।
বিজ্ঞাপন
স্বজনদের বরাত দিয়ে পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জনান, “বিকালে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রঘাতে খাদেমুল ইসলাম এবং মো. মোতাহার হোসেনের মৃত্যু হয়। একই সময়ে মাসুদ রানার মৃত্যু হয়েছে।”
বিজ্ঞাপন
পোরশা থানার ওসি জহুরুল হক বলেন, “বিকালে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে আজিজুল হকের মৃত্যু হয়েছে। আজিজুল উপজেলার নিতপুর সোহাতী গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে।”
বিজ্ঞাপন
জেবি/এসবি








