ইডেনের সেই আঁখির শারীরিক অবস্থার আরও অবনতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৩
সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় মৃত্যুঝুঁকিতে পড়া মাহবুবা রহমান আঁখির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী ইয়াকুব আলী সুমন।
রবিবার (১৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ইয়াকুব আলী জানান, রাতে চিকিৎসক তাকে দেখে গেছেন। তিনি জানিয়েছেন রোগীর কোনো ইমপ্রুভ হচ্ছে না, বরং অবনতির দিকে যাচ্ছে। আমরা অসহায় অবস্থায় হাসপাতালে অবস্থান করছি।
আরও পড়ুন: সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ
জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসক এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। তারা বলছেন, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে কামব্যাক করা কঠিন। একমাত্র যদি আল্লাহ চান, তাহলেই হবে।
ইয়াকুব আলী আরও বলেন, ব্লিডিংটা কিছুটা কমেছিল, কিন্তু গতকাল থেকে আবার বেড়ে গেছে। গতকাল আবার ৫ ব্যাগ রক্ত কালেকশন করে দিয়েছি। আজ দুপুর পর্যন্ত এগুলো চলবে।
জেবি/ আরএইচ/