জাল সার্টিফিকেটের ভয় দেখিয়ে অর্থ দাবির জেরে খুন, গ্রেফতার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জাল সার্টিফিকেটের ভয় দেখিয়ে অর্থ দাবির জেরে খুন, গ্রেফতার ১

জাল সার্টিফিকেট দিয়ে চাকরি করতেন নেত্রকোণার রবিউল আলম হৃদয়। ঘটনা ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন সহকর্মী জীবন চন্দ্র বিশ্বাস। এ নিয়ে বিবাদে জীবন চন্দ্র বিশ্বাসকে হত্যার ঘটনায় রবিউল আলম হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে  ব্রিফিংয়ে সিআইডি জানায়, গত রাতে নেত্রকোণা সদরের থেকে রবিউল আলম হৃদয়কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

সিআইডি জানায়, আসামি রবিউল আলম তার বড় ভাই শফিকুল আলম জয়ের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের সনদপত্র দিয়ে চাকরি করতেন। সবশেষ গাজীপুরে একটি খামারের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছিলেন তিনি। সেখানেই ময়মনসিংহের জীবন চন্দ্রের সাথে একই রুমে থাকতেন হৃদয়। জালিয়াতির ঘটনা জানতে পেরে গত ১০ ফেব্রুয়ারি রাতে হৃদয়ের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন জীবন চন্দ্র।

এ নিয়ে ঝগড়ায় গুরুত্বর জখম হন জীবন চন্দ্র বিশ্বাস। পরে চিকিৎসকধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘঠনায় মৃতের ভাই সুমন চন্দ্র বিশ্বাস বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

জি আই/