পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে আজ সন্ধ্যায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৩
মুসলিমদের অন্যতম বড় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানতে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হিজরি চলতি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদের তারিখ নির্ধারণে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
রবিবার (১৮ জুন) ইসলামী ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ২৯ জুন ঈদ
বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বরে কিংবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের আকাশে রবিবার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
জেবি/এসবি