শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া উপসাগর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ১৯শে জুন ২০২৩


শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া উপসাগর
ফাইল ছবি

৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপেছে ক্যালিফোর্নিয়া উপসাগরে । এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।


সোমবার (১৯ জুন) বার্তাসংস্থা রয়টার্স  এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


প্রতিবেদনে বলা হয়, রবিবার ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।


ইএমএসসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।


আরও পড়ুন: ভারতে বাসস্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’


মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এই ভূমিম্পের মাত্রা ৬ দশমিক ৩ ছিল।


এ বিষয়ে ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো আশঙ্কা নেই। সূত্র : রয়টার্স।


জেবি/এসবি