ঈদের ছুটি বাড়ল ১ দিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩
মুসলিমদের অন্যতম বড় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।
বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ
এর আগে ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়ানোর সুপারিশ করেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মূলত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন। সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা করায় ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
জেবি/এসবি