ফুলবাড়িয়ায় কোনও শিশু এ প্লাস খাওয়ানো থেকে বাদ পড়বে না: নাহিদুল করিম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


ফুলবাড়িয়ায় কোনও শিশু এ প্লাস খাওয়ানো থেকে বাদ পড়বে না: নাহিদুল করিম
ছবি: জনবাণী

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ফুলবাড়িয়া উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কেন্দ্র ৩২২টি । ১২ থেকে ৫৯ মাসের শিশুর ভিটামিনের লক্ষ্যমাত্রা ৫৭৪০৫। ৬ মাস থেকে ১১ মাসের শিশুর লক্ষ্যমাত্রা ৭১৪৪।


রবিবার (১৮ জুন) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুল করিম।


আরও পড়ুন: মসিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. বিধান চন্দ্র দেবনাথ, এমটি (ইপিআই) জাহাঙ্গীর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্যানেটারি ইন্সপেক্টর মো. রুহুল আমিন, আব্দুল মান্নান, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার প্রমুখ।


উপজেলা নির্বাহী অফিসার বলেন, কোন শিশু ভিটামিন এ প্লাস খাওয়ানো থেকে বাদ না পড়ে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।


জেবি/ আরএইচ/