Logo

আসামে বন্যা, দুর্ভোগে হাজার হাজার মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০১:৪২
26Shares
আসামে বন্যা, দুর্ভোগে হাজার হাজার মানুষ
ছবি: সংগৃহীত

রাতভর একটানা ভারী বৃষ্টি হয়েছে আসাম রাজ‍্যে বিভিন্ন এলাকায়। এতে উদ্বেগ বাড়াচ্ছে আসামের বন‍্যা পরিস্থিতি।

বিজ্ঞাপন

আসামে বন‍্যা পরিস্থিতিতে দুর্ভোগ চরমে, জলমগ্ন ১৪২ টি গ্রাম, ৩৩ হাজারের ও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত 

রবিবার (১৮ জুন) থেকে রাতভর একটানা ভারী বৃষ্টি হয়েছে আসাম রাজ‍্যে বিভিন্ন এলাকায়। এতে উদ্বেগ বাড়াচ্ছে আসামের বন‍্যা পরিস্থিতি। 

বিজ্ঞাপন

ভারী বৃষ্টি ফলে বেশ কয়েকটি শহর, গ্রাম, জমি জলমগ্ন হয়ে পড়েছে। আসামের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে প্রকাশ, ৩৩ হাজার ৪০০ জনের বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলের তলায় ১৪২ টি গ্রাম। 

বিজ্ঞাপন

প্লাবন পরিস্থিতির মধ‍্যেই শংকার বার্তা দিয়েছে মৌসম ভবন। জারি করা হয়েছে লাল সতর্কতা। 

বৃহস্পতিবার (২২জুন) পর্যন্ত  উত্তর পূর্বের ওই রাজ‍্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গুয়াহাটির আবহাওয়া দফতর ও লাল সতর্কতা জারি করেছে। আগামী ২৪ ঘন্টায় কোকরাঝাড়, চিরাং, বক্সা, বরপেটা, বঙ্গাইগাও এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

বিজ্ঞাপন

ওই সময়ের মধ‍্যে ধুবড়ি, কামরুপ, নলবাড়ি, ডিমা হাসাও, কাছাড়, গোয়ালপাড়া এবং করিমগঞ্জ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম প্রশাসন সূত্রে প্রকাশ, বন‍্যা পরিস্থিতির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে, কাছাড়, দরং, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, হোজাই, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, তিনসুকিয়া, উদালগুড়ি জেলা। 

বিজ্ঞাপন

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লখিমপুর জেলায়। সেখানে ২ হাজারের ও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ডিব্রুগড়ে ক্ষতির মুখে পড়েছেন ৩ হাজার ৮০০ জনের ও বেশি বাসিন্দা। ২ হাজার ৭০০ জনের ও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনসুকিয়ায়। সে রাজ‍্যে ১৫১০•৯৮ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিমা হাসাও, করিমগঞ্জ এলাকায় প্রবল বৃষ্টির কারণে ধস নেমেছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD