বিমান কিনছে বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩
ফ্রান্স ভিত্তিক অত্যাধুনিক ও স্বল্প খরচের বিমান নির্মাতা সংস্থা এয়ারবাসের কাছ থেকে ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
সোমবার (১৯ জুন) রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
এদিকে, এয়ারবাসও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে মার্কিন বিমান নির্মাতার ওপর নির্ভরতা হ্রাস করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আরও পড়ুন: বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ তুলে নিল বেবিচক
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছেন, আমাদের প্রয়োজন অনুযায়ী, পর্যায়ক্রমে ১০টি বিমান কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারিগরি কমিটি এখন মূল্যায়ন করছে।
রাষ্ট্র্রীয় মালিকানাধীন বিমান সংস্থা নিজেদের বহরে বোয়িংয়ের আধিপত্য হ্রাস করতে চায় এমন গুঞ্জন প্রসঙ্গে মাহবুব আলী বলেন, প্রত্যেকটি দেশের বিমানের বহরে এয়ারবাস এবং বোয়িং- উভয়ই রয়েছে। আমাদের বহরে একটি এয়ারবাসও নেই।
জেবি/ আরএইচ/