আঁখির চিকিৎসায় গাফিলতি ছিল, হাসপাতালের ডেপুটি ডিরেক্টর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪২ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩
আঁখির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, নবজাতকসহ মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় আমাদের গাফিলতি ছিল।
সোমবার (১৯ জুন) দুপুরে সেন্ট্রাল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর এ টি এম নজরুল ইসলাম।
তিনি জানান, আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি।
তিনি জানান, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। এরই মধ্যে পাঁচ দিন চলে গেছে, আর বাকি আছে দুদিন।
আরও পড়ুন: বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন আঁখি
হাসপাতালের পক্ষ থেকে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমাদের তদন্ত কার্যক্রম তো এখনো শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই আমরা অ্যাকশনে যাব।
এর আগে ভুল চিকিৎসার শিকার মাহবুবা রহমান আঁখি গতকাল রবিবার (১৮ জুন) দুপুরে মারা গেলে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে নানা প্রক্রিয়া বাকি থাকায় এদিন তার ময়নাতদন্ত হয়নি।
জেবি/ আরএইচ/