‘পর্দানশীন নারীরা’ এনআইডি পেতে ছবি তুলতে চান না


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


‘পর্দানশীন নারীরা’ এনআইডি পেতে ছবি তুলতে চান না
ছবি: সংগৃহীত

মুখের ছবি না নিয়ে শুধু ফিঙ্গারপ্রিন্টের ভিত্তিতে পর্দানশীন নারীদের জন্য এনআইডি দেওয়ার ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগ।


সোমবার (১৯ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান মহিলা আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন।


সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রস্তাবিত ‘পরিচয় নিবন্ধন আইন ২০২৩’- এ যেন এনআইডির জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না‌ করা, শুধু এনআইডি নয়, রাষ্ট্রের সব ক্ষেত্রে যেমন অফিস-আদালত, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষার হলে অপরাধ, দুর্নীতি ও প্রক্সি রুখতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে শনাক্তকরণ/হাজিরা চালু করা,‌ প্রয়োজনে কোনো নারীর চেহারা দেখাসহ কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয়, তবে পৃথক স্থানে নারী দিয়েই নারীর সহযোগিতার ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি জানান।


আরও পড়ুন: অনলাইনেই এনআইডির ঠিকানা পরিবর্তন করা যাবে


দাবিগুলো হলো: ছবি বাধ্যতামূলক না করে ফিঙ্গারপ্রিন্ট ডাটা নিয়েই জাতীয় নিবন্ধনের করা। ছবি ব্যবহার বাধ্যতামূলক না করে রাষ্ট্রের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার চালু করা। ঠিক কত সংখ্যক নারী এনআইডি বঞ্চিত তার সঠিক পরিসংখ্যান দেওয়া।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা আনজুমান দরবার শরীফ রাজারবাগের অন্যান্য সদস্যরা।


জেবি/ আরএইচ/