তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭০


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩


তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৭০
প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ুতে ২ টি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭০ জন। ভারতের তামিলনাড়ুর দক্ষিণের রাজ‍্যরে কুড্ডালোর জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। 


জানা গেছে, বেসরকারি বাসের একটি টায়ার ফেটে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা আরও একটি বাস এসে সজোরে বাসটিকে ধাক্কা মারে। তাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের জন‍্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। 


আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে একদিনে ৫ বার ভূমিকম্প


পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাস ২টি কুড্ডালোর- পানরুটি রুটের। দুর্ঘটনা ঘটে জেলার পট্টমবক্কাম এলাকায়। একটি বাসের টায়ার ফেটে যাওয়াকেই দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে। এর ফলেই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। 


কুড্ডালোরের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ‍্যমন্ত্রী এমকে স্ট‍্যালিন। নিহত এবং আহতদের জন‍্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। মৃতদের ২লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।


জেবি/ আরএইচ/