প্রস্তুত গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে নজর ক্রেতাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৯ দিন। ঈদকে ঘিরে প্রতি বছরই দৌড়ঝাঁপ করতে হয় পশুর হাটে। রাজধানীতে এবার ১৯ টি পশুর হাট বসছে।
ঈদকে কেন্দ্র করে গাবতলী হাটের প্রস্তুতিও প্রায় শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। টুকটাক শুরু হয়েছে বেচা-কেনা।
হাট পশু নিয়ে আসা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ১০-১৫ দিন আগেই রাজধানী ঢাকাসহ সারা দেশের স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলো সাজানোর প্রস্তুতি নেন ইজারাদাররা। গাবতলী স্থায়ী পশুর হাটের পাশে অস্থায়ী হাটের প্রস্তুতিও শেষ পর্যায়ে।
সরেজমিনে হাট ঘুরে দেখা গেছে, পশুর হাটের পশুর সেড বিভিন্ন রঙের ত্রিপলে সাজানো হয়েছে। ধোয়ামোছার কাজও চলছে।
আরও পড়ুন: দুই সিটিতে অস্থায়ী পশুর হাট বসবে ১৬টি
হাটে কথা হয় সুখ চাঁন ব্যাপারীর সঙ্গে তিনি বলেন, গরুর সাইজ অনুযায়ী দাম। টুকটাক কেনা-বেচা হচ্ছে। আমি মাত্র চারটা গরু নিয়া এসেছি। সোয়া লাখ থেকে পৌনে দুই লাখের মধ্যে দাম।
সুখ চাঁন বলেন, গত ঈদের বাজারে মাঝারির সাইজের গরুর বেশি চাহিদা ছিল। সেটা এবারও টার্গেট। এবার গরুর দাম পাবেন ব্যাপারিরা, যদি সীমান্তটা ভালোভাবে মনিটরিং করা যায়। কারণ ভারত থেকে গরু আসলে দাম কমে যাবে।
গাবতলীর অস্থায়ী পশুর হাটের ম্যানেজার আবুল হাশেম জানান, ঈদকেন্দ্রিক হাটের প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদের এখনও ৯ দিন বাকি। ইতোমধ্যে পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ারের কাজ শেষ।
জেবি/ আরএইচ/