নুর-রাশেদকে অব্যাহতি দিলেন রেজা কিবরিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের রেষারেষিকে কেন্দ্র করে এবার গণ অধিকার পরিষদে চলছে পাল্টাপাল্টি অব্যাহতি দেওয়া।
মঙ্গলবার (২০ জুন) রাতে নুরুল হক নুরকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব থেকে অব্যাহতি দিয়েছেন রেজা কিবরিয়াপন্থি নেতারা।
গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার সই করা এবং পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহাবুদ্দিন শুভর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানানো হয়।
আরও পড়ুন: গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান
বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, একইসঙ্গে আমি ড. রেজা কিবরিয়া, গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক ক্ষমতাবলে পরবর্তী নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সদস্য সচিব হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও অধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে (মো. আল মামুন) ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করছি। দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের আন্দোলন বেগবান করার জন্য এসব নির্দেশনা দেওয়া হলো।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে

নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে এগিয়ে যাবে দেশ: মির্জা ফখরুল
