গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৩
রেজা কিবরিয়াকে সরিয়ে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে দলটির যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে।
সোমবার (১৯ জুন) রাতে দলটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৫ দফা দাবিতে গণঅধিকার পরিষদের গণসমাবেশ
তিনি জানান, দলের জরুরি সভায় রেজা কিবরিয়ার পরিবর্তে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। রেজা কিবরিয়ার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সদস্য সচিব হিসেবে নুরুল হক নুর থাকছেন।
জেবি/ আরএইচ/