পানির কল চাপলেই বেরিয়ে আসছে গরম চা!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
শীতের সকালে গরম চা পেলে সবারই ভালো লাগে। তবে চা তৈরিতে আলসেমির কারণে অনেকেরই তা আর খাওয়া হয়ে ওঠে না। যদি এমন হয়, কলে চাপ দিলেন আর গরম চা পেয়ে গেলেন!
বিষয়টা অবিশ্বাস্য লাগলেও এমন একটি ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কল খুলে তার নিচে কাপ ধরে দাঁড়িয়ে আছেন অনেকে। আর তাতে চা ভরে নিচ্ছেন তারা।
যদিও ভিডিওটির উৎস সম্পর্কে জানা যায়নি। তবে যদি সত্যি হাতের সামনে এমন ব্যবস্থা পাওয়া যেত তাহলে ভালোই হতো বলে মন্তব্য করেছেন অনেকে। কয়েক কোটি মানুষ দেখেছেন এই ভিডিওটি।
এসএ/