রাজশাহীতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন
বিজ্ঞাপন
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়ছে। এ সময় উপস্থিত ভোটারদের মধ্যে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (২০ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এই প্রথম রাজশাহীবাসী ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শহরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৯১ জন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
জেবি/ আরএইচ/








