কণ্ঠশিল্পী অরিজিতের সেলফিতে অর্ণব

মঙ্গলবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সেলফি পোস্ট করেন অর্ণব।
বিজ্ঞাপন
বলিউডের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং -এর সেলফিতে দেখা মিলল সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে!
মঙ্গলবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সেলফি পোস্ট করেন অর্ণব।
বিজ্ঞাপন
ছবির ক্যাপশনে এ গায়ক লিখলেন, “দেখুন এখানে কে। এত্তদিন পর দেখা। দারুণ সময় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ অরিজিৎ সিং। গত সন্ধ্যাটা অসামান্য কেটেছে। আপনার সঙ্গে আরো সময় কাটানোর ইচ্ছা ছিল। কী মজার মজার সব খবর। তবে আপনার সঙ্গে দেখা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় প্রাপ্তি। খুব শিগগির আপনাকে গান পাঠাব।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: ৮০ বছরের বৃদ্ধ শাকিব খান!
প্রিয় দুই শিল্পীকে একফ্রেমে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটাগরিকরা। তারপরই প্রশ্ন উঠছে, অর্ণব-অরিজিৎ কি এক সাথে কাজ করতে যাচ্ছেন? আবার কোক স্টুডিওর প্রসঙ্গও সামনে এনেছেন তারা। যদিও এসব প্রশ্নের উত্তর দেননি অর্ণব।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাবা হলেন রামচরণ
বিজ্ঞাপন
এদিকে, কিছুদিন ধরে গুঞ্জন ছড়িয়েছে যে, বাংলাদেশের একটি সিনেমার গানে কণ্ঠ দেবেন অরিজিৎ। শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমায় প্লে-ব্যাক করবেন তিনি। যদিও এ সিনেমার পরিচালক কিংবা সংশ্লিষ্ট কেউ-ই বিষয়টি নিশ্চিত করেননি।
জেবি/এসবি








