নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নীলক্ষেত বইয়ের মার্কেটে আগুন

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নীলক্ষেতের শাহজালাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের  ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইতোমধ্যে অনেক দোকানের বই পুড়ে গেছে। যেসব দোকানে এখনও আগুন ছড়ায়নি, সেসব দোকানের মালিকরা বই সরানোর জন্য চেষ্টা করছেন। 

ওআ/