সংবিধান মেনে সুনির্দিষ্ট সময়েই আগামী নির্বাচন: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৭ পিএম, ২১শে জুন ২০২৩


সংবিধান মেনে সুনির্দিষ্ট সময়েই আগামী নির্বাচন: শেখ হাসিনা
ছবি: ফোকাস বাংলা

দেশে আগাম নির্বাচন দেওয়ার মতো অবস্থা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট সময়ই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’


কাতার ও সুইজারল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


আরও পড়ুন: গবেষণায় আমরা পিছিয়ে আছি: শেখ হাসিনা


প্রধানমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক ধারা অনেক ত্যাগের মধ্য দিয়ে, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে যায়। রক্ত দিয়েই আমরা গণতান্তিক ধারা অব্যাহত রেখেছি।’


আওয়ামী লীগকে যারা ভোট চোর বলে তাদের সমালোচনা করেন দলটির সভাপতি শেখ হাসিনা। বলেন, ‘দুর্ভাগ্যজনক হচ্ছে, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করলাম আমাদেরই বলে ভোট চোর। যারা আমাদেরকে ভোট চোর বলে তারা ভোট ডাকাত।’


জেবি/ আরএইচ/