নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নীলক্ষেতে বইয়ের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

জানা যায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিক যুক্ত হয় আগুন নেভানোর কাজে। সর্বশেষ ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে এখনও কোনো তথ্য না পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা মার্কেটে ড্যাম্পিং করছেন।

অন্যান্য মঙ্গলবার এ মার্কেট বন্ধ থাকলেও ২১ ফেব্রুয়ারিতে গতকাল মার্কেট বন্ধ থাকায় আজ খোলা ছিল নীলক্ষেতের বই মার্কেট।

ওআ/