Logo

অপু বিশ্বাসের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন মাহফুজ-বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ২৪:৫২
34Shares
অপু বিশ্বাসের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন মাহফুজ-বুবলী
ছবি: সংগৃহীত

এই অনুষ্ঠানে ‘আমার নাম মিস বুবলী’ও প্রহেলিকা ছবির ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন বলা জানা যায়।

বিজ্ঞাপন

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদ ও অভিনেত্রী শবনম বুবলী অভিনীত সিনেমা ‌'প্রহেলিকা'। প্রেক্ষাগৃহে ছাড়াও এই জুটিকে টিভির পর্দায় দেখা যাবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায় নাচবেন তারা।

এই অনুষ্ঠানে  ‘আমার নাম মিস বুবলী’ও প্রহেলিকা ছবির  ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন বলা জানা যায়। এছাড়া থাকছে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ণ মিউজিক্যাল ড্যান্স।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির উপস্থাপনায় করবেন  ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা সবই থাকছে এ পর্বে।  এবার কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির  কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে।

বিজ্ঞাপন

এছাড়া আড্ডা পর্বে থাকছে  আড্ডা পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন এ প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের নায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসঙ্গীত।  ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করেছে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে যৌথভাবে  ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। ৩টি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ, সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তার কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।

এবারের অনন্দ মেলা প্রযোজনা করেছেন মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তার। এটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD