সবার আগে কোরবানির বর্জ্য অপসারণ করা ওয়ার্ডকে পুরস্কার দেওয়া হবে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
ঈদে কোরবানির বর্জ্য অপসারণে আমি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করব। যে ওয়ার্ড সবার আগে বর্জ্য অপসারণ করবে সেই ওয়ার্ডকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (২১ জুন) মিরপুর সেকশন ১৩ ও ১৪ এলাকায় নর্দমা ও ফুটপাতসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদে কোরবানির বর্জ্য অপসারণে সবার সহযোগিতা চাই। কোরবানির পরে দয়া করে পানি দিয়ে রক্ত ধুয়ে ফেলবেন। রাস্তার মাঝখানে কোরবানি দেবেন না।
মেয়র বলেন, এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে। আবার রোদ হচ্ছে। এই আবহাওয়ায় এডিস মশা বেশি জন্মায়। তাই সবাইকে সচেতন হতে হবে। আজই ছাদে যাবেন, বারান্দায় দেখবেন পানি জমে আছে কি না। সবাই দায়িত্ব নেন। দোকানদারদের অনুরোধ করব আপনারা দোকানের সামনের রাস্তাটা পরিষ্কার রাখুন।
আরও পড়ুন: এবার ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব: মেয়র আতিক
পরে ডিএনসিসি মেয়র পাশের রাস্তা পরিদর্শন করেন। এসময় মেয়রের উপস্থিতিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত রাস্তা দখলে করে অবৈধভাবে গড়ে তোলা অন্তত ১০টি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করেন।
এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, জনগণের রাস্তা অবৈধ দখল করেছেন তাদের কোনো বৈধ নোটিশ দেওয়া হবে না। অবৈধ স্থাপনা ভেঙে সব রাস্তা উদ্ধার করা হবে। প্রতিটি রাস্তা ২০ ফুট প্রশস্ত না হলে সিটি কর্পোরেশন সেখানে রাস্তা নির্মাণ করবে না।
জেবি/ আরএইচ/