শুক্রবার থেকে হাটে জমতে পারে পশু কেনাবেচা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
আগামী বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিকে ঈদকে কেন্দ্র করে এখনো জমেনি কোরবানির পশুর হাটের বেচাকেনা। রাজধানীর পশুর হাটগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
রাজধানীতে এবার বসবে মোট ১৯ টি পশুর হাট। ইতমধ্যে হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। এরইমধ্যে হাটগুলোতে শেষমুহুর্তের প্রস্ততি নিচ্ছেন বেপারীসহ হাট ইজারা কর্তৃপক্ষ।
সরেজমিনে বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা না থাকায় এখনো সেভাবে শুরু হয়নি বিক্রি। বিক্রেতারা আশা করছেন আগামী শুক্রবার (২৩ জুন) থেকে হাট পুরোপুরি জমে উঠতে পারে।
কথা হলে গাবতলী পশুর হাটের ব্যবস্থাপক আবুল হাসেম জানান, হাট মোটামুটি প্রস্তুত। ব্যাপারীরাও তাদের পশু নিয়ে আসতে শুরু করেছেন। তবে এখনো হাট জমে উঠেনি। বৃহস্পতিবার রাতে ব্যাপক পশু আসবে।
তিনি জানান, এবার হাটে ১১টি হাসিল ঘরের পাশাপাশি নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ ও সিটি এসবির বুথ এবং ব্যাংকের জন্য বুথ থাকবে। ওয়াচ টাওয়ার থাকবে সাত থেকে আটটি। এরইমধ্যে তিনটি নির্মাণ শেষ হয়েছে।
গত বছর রাজধানীল গাবতলী পশুর হাটে ছোট-বড় মিলিয়ে ২০ হাজার পশু বিক্রি হয়েছিল।
আরও পড়ুন: প্রস্তুত গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে নজর ক্রেতাদের
গাবতলী হাট ঘুরে কথা হয় সুখ চান বেপারীর সঙ্গে তিনি জানান, এখন দুই একটি করে বিক্রি হচ্ছে। ঈদের ছুটি শুরু হলে তখন সাধারণ মানুষ আসবে। এবার গরুর দাম বেশি। তাই মাঝারি ও ছোট গরু বেশি বিক্রি হতে পারে।
হাটের আরও কথা হয় মানিকগঞ্জের মঞ্জু বেপারীর সঙ্গে তিনি বলেন, গরুর খাবারসহ সবকিছুর দাম বেশি। তাই এবার গরুর দাম বেশি থাকবে। তারপরও বাজার জমে ওঠা ছাড়া এই কথা নির্দিষ্ট করে বলা যায় না।
হাট ঘুরতে আসা বেশকয়েকজনের সাথে কথা হলে তারা জানান, এবার তুলনামূলক গরুর দাম অনেক বেশি। গত বছর যেই গরু ৬০-৭০ হাজারে বিক্রি হয়েছিল, সেটি এবার ৮০ হাজারের নিচে পাওয়া যাচ্ছে না। এখনও অনেক সময় আছে দেখা যাক।
প্রতি বছরের মতো এবারও রাজধানীতে মোট ১৯টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ১৭টি অস্থায়ী এবং বাকি দুটি স্থায়ী হাট।
জেবি/ আরএইচ/