বাংলাদেশের সিনেমা এখনও আইসিইউতে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
বাংলাদেশের সিনেমা এখনও আইসিইউতে বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির ড্যাশিং হিরো খ্যাত মাসুদ পারভেজ সোহেল রানা।
তিনি বলেন, বাংলাদেশের সিনেমা এখনও আইসিইউতে। এফডিসিকে কখনো আপন মা হিসেবে দেখা হয়নি। সবসময় এফডিসিকে সৎ মায়ের মতো দেখা হয়েছে। সেখানে ভালো জিনিস আশা করবেন কিভাবে? সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সোহেল রানা বলেন, “এফডিসি কেন্দ্রিক সমিতি গুলোতে যে কাজ হওয়ার কথা ছিলো তা হচ্ছে না। সমিতিগুলো নামকাওয়াস্তে আছে। ছবি যদি তৈরি হতো তাহলে শিল্পী থাকতো। তারা কাজ করতো। সমিতির কাজ হচ্ছে পিতার মতো। পিতার ছায়ার মতো থাকে সমিতি। একটা কমবাইন্ড ফ্যামিলি। কেউ বিপদে-আপদে পড়লে তাদের সহযোগিতা করা সমিতির কাজ।”
আরও পড়ুন: ১৩ কোটি টাকার অতিথি রেখা!
সমিতিতে নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে নেগেটিভ বিষয় নিয়ে বলেও মন্তব্য করেন সোহেল রানা। তিনি বলেন, “সমিতিগুলো যেভাবে থাকা দরকার সেভাবে নেই। ছবিও নেই। দেশে এখন খুবই কম ছবি হচ্ছে। সারা বছরে হাতে গোনা কিছু সংখ্যক ছবি হচ্ছে।”
জেবি/এসবি