সিলেট সিটিতে ১১০ কেন্দ্রে নৌকা ৬৬২৫৫, লাঙ্গল ২৫৯৫০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ইতোমধ্যে কয়েকটি কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। ১৯০টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০ টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
এতে আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৬৬২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৫৯৫০ ভোট।
আরও পড়ুন: সিলেট সিটিতে ৫৫ কেন্দ্রে নৌকা ৩৪৫০৯, লাঙ্গল ১২৬৮০
বুধবার (২১ জুন) সকাল ৮টায় সিলেট সিটি নির্বাচন শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। সিসিক নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন।
দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও জাকের পার্টির মো. জহিরুল আলম। এছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবদুল হানিফ (কুটু), মো. ছালাহ উদ্দিন (রিমন), মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
জেবি/ আরএইচ/