মনপুরায় পুকুরে ডুবে দুই বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পুকুরে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চারদিকে নদী ও খালবেষ্টিত এই দ্বীপ উপজেলায় শিশুদের পানিজনিত দুর্ঘটনা নতুন নয়। সর্বশেষ ঘটনাটি ঘটেছে মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছু সময় পর খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে পাওয়া তথ্যে দেখা গেছে, গত ২০২৫ সালে মনপুরা উপজেলায় পানিতে পড়ে অন্তত ৪৭ জন শিশুকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নদী, খাল ও পুকুরে ঘেরা এই দ্বীপ উপজেলায় পর্যাপ্ত নজরদারি ও সচেতনতার অভাবে প্রতি বছরই এমন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে শিশুরা।
ভোলা জেলার অন্যতম দুর্গম ও বিচ্ছিন্ন এই দ্বীপে প্রতিটি শিশুর মৃত্যু যেন শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের ব্যর্থতার কথাই নতুন করে মনে করিয়ে দেয়। খেলতে খেলতেই নিভে যাচ্ছে সম্ভাবনাময় প্রাণ—কান্না আর শূন্যতা রেখে যাচ্ছে পরিবারে।
বিজ্ঞাপন
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।








