Logo

‘জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে’

profile picture
জেলা প্রতিনিধি
খুলনা
২৭ জানুয়ারি, ২০২৬, ১৭:৩৫
‘জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুদের জামাই আদরে রাখবে’
ছবি: সংগৃহীত

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দু সম্প্রদায়ের মানুষ এ দেশে নিরাপদ ও সম্মানজনক অবস্থানে থাকবেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষ্ণ নন্দী দাবি করেন, বিভিন্ন সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এ আশঙ্কা ছড়ানো হয় যে, জামায়াত ক্ষমতায় এলে তারা দেশে থাকতে পারবেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রচারণার বাস্তব ভিত্তি নেই। বরং জামায়াত ক্ষমতায় গেলে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, অর্থের বিনিময়ে ভোট দেওয়া উচিত নয়। তার ভাষ্য, ভোট কোনো পণ্য নয় যে তা কেনাবেচা হবে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD