‘সংঘাত চায় না এনসিপি, তবে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের দল কোনো সংঘাত চায় না, তবে আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতির রাজনীতি গড়ে তোলার ওপর জোর দেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও পুলিশ যদি কার্যকর ভূমিকা না রাখে, তাহলে এনসিপি নিজেদের অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে আন্দোলন করলেও এখন আলাদা দলে থেকে নির্বাচনে অংশ নেওয়ার কারণে প্রতিপক্ষকে হেনস্তা করার সুযোগ নেই।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, কিছু মহল জনপ্রিয় প্রার্থীদের ওপর হামলা, গণসংযোগে বাধা সৃষ্টি এবং প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক চাপে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে। তবে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন ও গণভোট ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।








