Logo

পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৫:৪১
পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি সন্ত্রাসী হামলার পুরো বাংলাদেশের কাছে তাদের বিচার দিলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদলের কয়েকজন সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালিয়েছে। আমার কাছে কোনো দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকা নেই, তারপরও নেতাকর্মীদের ওপর এই হামলা হয়েছে।

পাটওয়ারী অভিযোগ করেন, হাবিবুল্লাহ কলেজে যাওয়ার আগে তিনি প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।

বিজ্ঞাপন

তিনি বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের কাছে দাবি জানান, মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ সিদ্ধান্ত নিতে হবে—চেয়ারম্যান দলের সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন।

সংবাদ সম্মেলনে তিনি অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথা উল্লেখ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ যদি তিনি সুস্থ থাকতেন, এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন।

বিজ্ঞাপন

হামলার জন্য দায়ী ব্যক্তিদের নামও তিনি উল্লেখ করেন। সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন এই হামলায় নেতৃত্ব দিয়েছেন, যাদের মধ্যে অনেকেরই বর্তমানে ছাত্রত্ব নেই। তিনি দাবি করেন, পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ হলেন মির্জা আব্বাসের ঘনিষ্ঠ একজন ব্যক্তি।

নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে জানান, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে তিনি মাঠে কেন থাকবেন, তা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবে না।

বিজ্ঞাপন

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD