জুলাই শহিদদের প্রত্যাশা পূরণের জন্য ধানের শীষে ভোট দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচনি গণসংযোগে অংশ নেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশের মানুষ দেশপক্ষের শক্তিকে পাশে পাবে। দেশের মানুষই আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু।
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগকালে এলাকার সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট প্রদানে অংশ নিতে হবে।
এদিন গণসংযোগে এলাকার নেতা-কর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিতি ও সাড়া দেখে নির্বাচনী পরিবেশ উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ ছিল। সালাহউদ্দিন আহমেদের এই আহ্বান রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই চঞ্চলতা সৃষ্টি করেছে এবং ভোটারদের মধ্যে ভোট প্রদানের আগ্রহ বৃদ্ধি করছে।








