Logo

১৯ বছর পর পৈত্রিক ভিটায় তারেক রহমান, চলছে বরণের প্রস্তুতি

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৩০
১৯ বছর পর পৈত্রিক ভিটায় তারেক রহমান, চলছে বরণের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

প্রায় দুই দশক পর নিজের নির্বাচনি এলাকা ও পৈত্রিক ভিটা বগুড়ায় পা রাখতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ ১৯ বছর পর প্রিয় নেতাকে স্বাগত জানাতে বগুড়া জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ জানুয়ারি তারেক রহমান উত্তরবঙ্গের তিনটি জেলায় নির্বাচনি কর্মসূচিতে অংশ নেবেন। প্রথমে দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। মূলত ২৮ জানুয়ারি এই সভা হওয়ার কথা থাকলেও বিমানের টিকিট জটিলতার কারণে তা একদিন পিছিয়ে ২৯ জানুয়ারি পুনর্নির্ধারণ করা হয়েছে।

রাজশাহীর কর্মসূচি শেষে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টায় নওগাঁর ঐতিহ্যবাহী এটিম মাঠে আয়োজিত জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। নওগাঁর সমাবেশ শেষে তিনি সরাসরি পৌঁছাবেন নিজের নির্বাচনি এলাকা বগুড়ায়। বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজন করা হয়েছে বিশাল জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, চেয়ারম্যানের আগমনকে ঘিরে বগুড়াবাসী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আমরা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছি এবং আশা করছি, এই জনসভায় কয়েক লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

সফরসূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি জনসভা শেষে তারেক রহমান বগুড়াতেই রাত্রিযাপন করবেন। পরদিন ৩০ জানুয়ারি সকালে বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগে অংশ নেবেন। এরপর তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তার পৈত্রিক ভিটায় যাবেন এবং স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করবেন। গাবতলীর কর্মসূচি শেষ হলে শাজাহানপুর উপজেলা হয়ে পুনরায় বগুড়া শহরে ফিরে রাত্রিযাপন করবেন বলে জেলা বিএনপি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

তারেক রহমানের আগমন উপলক্ষে গত রবিবার আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতারা। এতে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যানের উপদেষ্টা মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১৯ বছর পর এই আগমন উত্তরবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিএনপির পক্ষ থেকে প্রস্তুতকৃত বিশাল জনসমাবেশ এবং নির্বাচনি গণসংযোগকে তারা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD