Logo

নারী কর্মীদের ওপর হামলা, মহিলা মহাসমাবেশের ডাক জামায়াতের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:০৮
নারী কর্মীদের ওপর হামলা, মহিলা মহাসমাবেশের ডাক জামায়াতের
ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার সময় দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে মহিলা জামায়াত। এই সমাবেশ আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এটি হবে দেশের রাজনৈতিক মহলে প্রথমবারের মতো অনুষ্ঠিত জামায়াতের নারী শাখার বড় কর্মসূচি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

দুপুর সোয়া ১২টার দিকে শুরু হওয়া সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাদের পাশে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাওলানা এ টি এম মাছুম এবং অলিউল্লা নোমান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনী প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের দ্বারা নারীদের ওপর হেনস্তা এবং সহিংস হামলার প্রতিবাদে এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজেও একই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় নারীদেরকে হেনস্তা ও সহিংসতার শিকার হওয়ার প্রতিবাদে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

মহিলা জামায়াতের এই উদ্যোগকে দলের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষা এবং নারী নেতৃত্ব ও অংশগ্রহণের গুরুত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই সমাবেশ নারীদের রাজনৈতিক উপস্থিতি এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD