Logo

১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৩:২৯
১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলা হয়।

বিজ্ঞাপন

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। তবে হামলার ধরন ও এতে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়। ঘটনার পরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর কয়েক দিন আগেই শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিনের সব কর্মসূচি স্থগিত করা হয়।

মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষে তিনি অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং সুস্থ হলে পুনরায় কার্যক্রম শুরুর কথা জানানো হয়।

ওই দিন সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অন্যায় ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে এবং শান্তিপূর্ণভাবে সব বাধা মোকাবিলা করা হবে।

বিজ্ঞাপন

পূর্বঘোষিত সূচি অনুযায়ী সেদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টন এলাকায় গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর আড়াইটায় লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরবর্তীতে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগের কর্মসূচি ছিল।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD