Logo

দুই দশক পর গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর
২৭ জানুয়ারি, ২০২৬, ১১:০০
দুই দশক পর গাজীপুরে যাচ্ছেন তারেক রহমান, জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুর সফরে যাচ্ছেন। তার আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বিজ্ঞাপন

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে সন্ধ্যায় ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হবে জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জনসভাকে সামনে রেখে রাজবাড়ী মাঠে সভামঞ্চ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাকে স্বাগত জানানোর কর্মসূচিও নেওয়া হয়েছে। মাঠজুড়ে স্লোগান ও ব্যানার-ফেস্টুনে সরব হয়ে উঠেছে বিএনপি নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলীয় নেতারা। গাজীপুরের পাঁচটি উপজেলা ও মহানগরজুড়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

তারেক রহমান ও তার সফরসঙ্গীদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক ব্যবস্থাপনায় দলীয় নেতাকর্মীরাও কাজ করছেন।

বিজ্ঞাপন

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা কমিটি, ব্যবস্থাপনা কমিটি, আপ্যায়ন কমিটি ও একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাবেশে দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে।

তিনি আরও জানান, তারেক রহমান চৌরাস্তা–শিববাড়ী হয়ে রাজবাড়ী মাঠে পৌঁছাবেন। এ পথে যানজট এড়াতে দলীয় স্বেচ্ছাসেবক ও প্রশাসনের সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে রোববার টঙ্গীতে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারের বাসভবনে জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, দুই দশক পর তারেক রহমানের এই জনসভা গাজীপুরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত।

বিজ্ঞাপন

তিনি জানান, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের উন্নয়নে একটি সুস্পষ্ট রূপরেখা। কৃষি, শিল্প, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে জনসভায় দিকনির্দেশনা দেওয়া হতে পারে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD