Logo

‘পাল্লার মাপে কোনো কম-বেশি করবো না’

profile picture
নিজস্ব প্রতিবেদক
যশোর
২৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৩
‘পাল্লার মাপে কোনো কম-বেশি করবো না’
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দলের প্রতীক দাঁড়িপাল্লার মতোই তারা ন্যায়সংগত আচরণে বিশ্বাসী। “পাল্লার মাপে কোনো কম-বেশি করবো না, যার যা প্রাপ্য অধিকার তা বুঝিয়ে দেবো”—মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে যশোরকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মামলা বাণিজ্য বিচারব্যবস্থার জন্য ক্ষতিকর। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন স্থানে অতিরিক্ত আসামি দেখিয়ে মামলা করা হয়েছে, যা হয়রানির শামিল। তিনি দাবি করেন, তাদের দল প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার সবার রয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, সামাজিক সুরক্ষা ও নারীর নিরাপত্তা—দুই বিষয়কে একসঙ্গে নিশ্চিত করতে হবে। তার বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক আচরণে দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়।

যশোর জেলা জামায়াতের আমির গোলাম রসুল–এর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরাও বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

জনসভাকে কেন্দ্র করে যশোর ঈদগাহ ময়দানে বিপুল জনসমাগম দেখা যায়। ভোর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে সমাবেশস্থলে আসেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসম্বলিত প্ল্যাকার্ডে পুরো এলাকা সরব হয়ে ওঠে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD