Logo

বিদেশনির্ভর রাজনীতি এ দেশে কখনো সফল হয়নি, হবেও না: আমীর খসরু

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৪
বিদেশনির্ভর রাজনীতি এ দেশে কখনো সফল হয়নি, হবেও না: আমীর খসরু
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–১১ আসনের ধানের শীষ প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশের মানুষ ও দেশের ওপর আস্থা রাখে না, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায়। এ দেশের মানুষ স্বাধীনচেতা। বিদেশনির্ভর রাজনীতি কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের উত্তর নালাপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এ মন্তব্য করেন তিনি। আমেরিকা চায় জামায়াত ক্ষমতায় আসুক —জামায়াত নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন।

এদিন দুপুরে উত্তর নালাপাড়া শরিফ মসজিদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সঙ্গে ছিলেন এলাকার স্থানীয় নেতাকর্মীরা। তারা লিফলেট বিতরণ ও স্লোগানের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমীর খসরু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য রাজনীতি করেন এবং জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলছেন। তার আহ্বানে জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত তারেক রহমানের সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে, জনগণ কতটা বিশ্বাস রাখে চেয়ারম্যানের প্রতি। এসব প্রেক্ষাপটে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

নির্বাচনী গণসংযোগের সময় ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে। ধানের শীষের পক্ষ থেকে ভোটারদের কাছে নির্বাচনী মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে প্রচারণা অব্যাহত রাখা হয়েছে। এই অভিযানকে কেন্দ্র করে চট্টগ্রাম–১১ এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD