মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না: হাসনাত

কুমিল্লা–৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না। মিডিয়া ফ্যাসিবাদ তৈরিতে ভূমিকা রাখছে এবং এ ধরনের দ্বিচারিতা জনগণ মনে রাখবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেবিদ্বারের বিজলিপাঞ্জার গ্রামে এক উঠান বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি। তবে প্রোপাগান্ডাভিত্তিক সাংবাদিকতা ও ভুল ন্যারেটিভ তৈরি করা হলে তা সমাজের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। সময়ের সঙ্গে সঙ্গে যদি এই ধারা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে মিডিয়ার চরিত্র আরও দুর্বল ও বিকৃত হতে পারে।
বিজ্ঞাপন
তিনি দেবিদ্বারের বিভিন্ন গ্রামে সকাল থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করেন। প্রচারণাকালে তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, চাঁদাবাজি করে নয়, প্রয়োজনে ভিক্ষা করে বা ছোট ব্যবসা করে জীবন চালানো সম্মানের। দেবিদ্বারকে চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।
হাসনাত আরও বলেন, যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, তাহলে দেবিদ্বারে কোনো চাঁদাবাজি থাকবে না। সকলকে একসঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
নির্বাচনী প্রচারণার সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। উপস্থিত জনগণ তার বক্তব্যে সাড়া দিয়ে উৎসাহজনকভাবে সমর্থন প্রকাশ করেন। হাশনাত আবদুল্লাহর এ মন্তব্য ও প্রচারণা এই নির্বাচনী এলাকায় রাজনৈতিক উত্তাপ ও সচেতনতার মাত্রা আরও বাড়িয়েছে।








