মধুখালীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে লিপি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত লিপি বেগম উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের মনিরুলের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার কামালদিয়া ইউনিয়নের খোকসা গ্রামে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দারা জানান বেলা একটার দিকে ভীমপুর থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বালুভর্তি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা লাগলে মোটরসাইকেলের পিছনে থাকা ঐ নারী ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যায়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান জানান খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।








