Logo

খাস পুকুর ভরাটে রুখে দাঁড়াল প্রশাসন

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৭ জানুয়ারি, ২০২৬, ১৩:০৯
খাস পুকুর ভরাটে রুখে দাঁড়াল প্রশাসন
ছবি প্রতিনিধি।

টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোল্লার বাড়ি এলাকায় খাস পুকুর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, ভবন নির্মাণের উদ্দেশ্যে পাইলিংয়ের কাদা-মাটি ও নির্মাণ বর্জ্য ফেলে পার্শ্ববর্তী একটি খাস পুকুর ভরাট করা হচ্ছে। এতে প্রাকৃতিক জলাধার ধ্বংসের পাশাপাশি জমির শ্রেণি পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকার করে অভিযুক্ত ব্যক্তি মুচলেকা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, জলাধার রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ দখল ও পরিবেশ ধ্বংস রোধ করা সম্ভব।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD