জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ ৩ জন আটক

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন—বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাস চালক ইজারুল হক।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি বিদেশি ধারালো কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্রশস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন








