কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মিরাজ হোসেন (৯) নামে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দ’স্যুনারায়নপুর গ্রামের শীতলক্ষ্যা নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই গ্রামের বাসিন্দা মিলন হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সকালে মিরাজ তার কয়েকজন বন্ধুর সঙ্গে মাদরাসা মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবলটি পাশের শীতলক্ষ্যা নদীতে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে সে নদীতে নামে। সাঁতার না জানায় সে দ্রুত পানিতে তলিয়ে যায়।
বিজ্ঞাপন
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, খেলার সময় ফুটবল নদীতে পড়ে গেলে তা তুলতে গিয়ে শিশুটি পানিতে নামে। সাঁতার না জানায় সে দ্রুত তলিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন








