Logo

মৌলভীবাজারে থানায় ডেকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৬ জানুয়ারি, ২০২৬, ১৫:৪৭
মৌলভীবাজারে থানায় ডেকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি প্রতিনিধি।

মৌলভীবাজারে মামলা ছাড়াই মোবাইল ফোনে থানায় ডেকে নিয়ে নির্যাতন ও হয়রানি করে আদালতে চালান দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন কামরুল হাসান নাইওর নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ও এসআই মো. জাকির হোসেন রুবেলের বিরুদ্ধে মৌলভীবাজার ১ নম্বর আমল গ্রহণকারী আদালতে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় শহরের কায়রান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল হাসান নাইওর অভিযোগ করেন, গত ১৩ জানুয়ারি রাত ১০টার দিকে মৌলভীবাজার মডেল থানার এসআই মো. জাকির হোসেন রুবেল মোবাইল ফোনে তাকে থানায় ডেকে নেন। পরে তাকে ওসির কক্ষে নেওয়া হলে ওসি মো. সাইফুল ইসলাম তার শ্বশুরের জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে ‘নাক না গলাতে’ নির্দেশ দেন।

তিনি এ বিষয়ে অপারগতা প্রকাশ করলে ওসি তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং গালে জোরে চড় মারেন বলে অভিযোগ করেন কামরুল হাসান। এ সময় তার সঙ্গে কানু দাশ নামে এলাকার এক ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগে আরও বলা হয়, তার শ্বশুর শরিফত উল্লা (৬২) ও চাচাতো ভাইয়ের ছেলে মো. খলিল আহমদের মধ্যে সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের বিষয় তুলে ধরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে এসআই মো. জাকির হোসেন রুবেলকে নির্দেশ দেওয়া হয়, তার বিরুদ্ধে যত বৈষম্যবিরোধী মামলা আছে, সবগুলোতে যেন তার নাম অন্তর্ভুক্ত করা হয়।

কামরুল হাসান অভিযোগ করেন, এরপর তাকে হেনস্তা করে থানার লকআপে ঢুকিয়ে রাখা হয়। এ সময় তিনি পুলিশকে জানান, তার ৬ বছরের একটি শিশু সন্তান বাড়িতে গুরুতর অসুস্থ রয়েছে এবং তার জন্য ওষুধ নেওয়া জরুরি। তবে বিষয়টি আমলে নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, রাত ১২টার পর ১৪ জানুয়ারি তার শ্বশুরের চাচাতো ভাইয়ের ছেলে খলিল মিয়াকে থানায় ডেকে এনে ৩১ ডিসেম্বর ও ৬ জানুয়ারির জমি সংক্রান্ত ঝগড়ার বিষয় দেখিয়ে তড়িঘড়ি করে লিখিত অভিযোগ তৈরি করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে আদালতে চালান দেওয়া হয়।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, অভিযোগের ভিত্তিতে ১৪ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে অভিযান চালিয়ে মৌলভীবাজারের ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কামরুল হাসান নাইওর দাবি করেন, তিনি ওই দিন রাত ১০টা ৭ মিনিটে থানায় প্রবেশ করেন, যার সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও প্রমাণ হিসেবে তার কাছে রয়েছে।

তিনি জানান, ওই দিন আদালত তাকে জামিন মঞ্জুর করেন। সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD