ময়লার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মীর মৃত্যু, স্ত্রী’র দাবি হত্যা

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার একটি ময়লার গাড়ির চাপায় জসিম উদ্দিন (৪৪) নামে এক কারখানা নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৬ জানুয়ারি) সকালে পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল মিলস লিমিটেড কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ জেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের চারবারিয়া গ্রামের বাসিন্দা সিরাজুল হকের ছেলে। তিনি কেওয়া পূর্বখণ্ড এলাকার মান্নানের বাড়িতে ভাড়া থেকে নোমান গ্রুপের ওই কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জসিম উদ্দিন প্রতিদিনের মতো সকাল ৬টায় কর্মস্থলে যোগ দেন। সকাল আনুমানিক ৮টার দিকে পৌরসভার একটি ময়লার গাড়ি কারখানার ভেতরে প্রবেশ করে। এ সময় তিনি গাড়িটিকে পেছন থেকে দিকনির্দেশনা দিচ্ছিলেন। হঠাৎ চালকের অসাবধানতায় গাড়িটি পেছনের দিকে চলে গিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে নিহতের স্ত্রীর শিউলি আক্তার এটিকে হত্যা বলে দাবি করেন।
ঘটনার বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর পুলিশ পৌরসভার ময়লার গাড়িটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।








