জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়ার দৌলতপুরে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৫ জানুয়ারি) রাতে দৌলতপুর গার্লস কলেজ মোড়ের মাস্টারপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শীতলাইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রাজন, তোফাজ্জেল হোসেনের ছেলে মাসুম পারভেজ রতন, মাদার আলীর ছেলে রাজিব, আনারুল ইসলামের ছেলে মিঠুন এবং অপর পক্ষের দৌলতপুর গার্লস কলেজ মোড় এলাকার আলাউদ্দিন আলীর দুই ছেলে ইমন ও আশিক এবং আরশেদ আলীর ছেলে মিন্টু। আহত সবাই বিএনপির সমর্থক বলে জানা গেছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর থানা বাজার সংলগ্ন গার্লস কলেজ মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা একসাথে ভোটের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় অসাবধানতাবশত একজন জয় বাংলা স্লোগান দিলে তা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টি সরকার বলেন, জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এমন ন্যাক্কারজনক ঘটনা দৌলতপুর উপজেলা বিএনপি কোনোভাবেই সমর্থন করে না। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: ভোলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
বিজ্ঞাপন
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








