Logo

জামিন হলেও মুক্তি পাননি সাদ্দাম, যা জানা গেল

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৭ জানুয়ারি, ২০২৬, ১২:২৩
জামিন হলেও মুক্তি পাননি সাদ্দাম, যা জানা গেল
ছবি: সংগৃহীত

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম এখনো মুক্তি পাননি। তার জামিন মঞ্জুর হলেও সংশ্লিষ্ট জামিননামা কারাগারে না পৌঁছানোয় মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। তিনি জানান, আদালতের জামিন আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছালে নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানোর প্রেক্ষাপটে মানবিক বিবেচনায় সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞা–এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, বাগেরহাটের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি জামিন পেয়েছেন। অন্যান্য মামলায় আগেই জামিন থাকায় তার মুক্তিতে আইনি বাধা থাকার কথা নয়।

বিজ্ঞাপন

গত ২৪ জানুয়ারি যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে অল্প সময়ের জন্য মৃত স্ত্রী ও শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের গেটে আনা হয়েছিল বলে জানা গেছে।

এর আগে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে তার বাড়ি থেকে স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী ছেলে নাজিম–এর মরদেহ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাদ্দাম কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন এবং এরপর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD